ঢাকা, রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরের চার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৪, ১২:১৭

দিনাজপুরের চার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা
ছবি : সংগৃহীত

দিনাজপুর জেলার চারটি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার জানে আলম ফলাফল প্রকাশ করেন। বিরল উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। একে এম মুস্তাফিজুর রহমান আনারস প্রতীকে ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমাকান্ত রায় মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ২৬২ ভোট পেয়েছেন। এই উপজেলায় ৪৭. ৩৪ শতাংশ ভোট প্রদান করেছে।

বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আফছার আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। আফসার আলী ঘোড়া প্রতীকে ৪৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার হোসেন আনারস প্রতীকে ৩৩ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।

কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম ফারুক চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এ কে এম ফারুক দোয়াত কলম প্রতীকে ৩৩ হাজার ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরমান সরকার মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ১২ ভোট পেয়েছেন।

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আবু হুসাইন বিপু চেয়ারম্যান পদে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। আবু হোসেন বিপু আনারস প্রতীকে ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে ৩২ হাজার ৪১৮ ভোট পেয়েছেন। এই উপজেলায় ৪৬.৪৯ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত